হোন্ডা নিয়ে এলো প্রথম ১২৫ সিসি বিএস- সিক্স মোটরসাইকেল


হোন্ডা নিয়ে এলো প্রথম ১২৫ সিসি বিএস- সিক্স মোটরসাইকেল
শীর্ষস্থানীয় মোটরসাইকেল প্রস্তুতকারক ‘হোন্ডা’র লক্ষ্য এমন এক ভবিষ্যৎ পৃথিবী গঠন করা, যেখানে মানুষ পরিবেশগত ক্ষতি কমিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং বায়ু দূষণের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে। এই দৃষ্টিভঙ্গি বজায় রেখে উদ্ভাবনী ও উন্নত প্রযুক্তির সাথে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড প্রথমবারের মতো প্রিমিয়াম স্টাইল, আরামদায়ক ও বিচিত্র্য বৈশিষ্ট্যসম্পন্ন পিজিএম-এফ আই (PGM-FI) ইঞ্জিনসমৃদ্ধ নতুন SP-125 বিএস- সিক্স (BS-VI) মোটরসাইকেল বাজারে এনেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, “একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমরা সর্বোচ্চ মানের পণ্য সরবরাহে নিবেদিত। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো পিজিএম-এফ আই ইঞ্জিনসমৃদ্ধ সম্পূর্ণ নতুন SP-125 বিএস- সিক্স (BS-VI) মোটরসাইকেল আনতে পেরে আনন্দিত। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে গ্রাহকদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত এবং হোন্ডা ব্র্যান্ডের প্রতি আস্থা ও নির্ভরশীলতা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো বলে আমাদের বিশ্বাস।”

এসপি ১২৫ (SP-125 )-এর বৈশিষ্ট্যসমূহ উপস্থাপনকালে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, “নতুন SP-125-এ আছে ১২৫ সিসি বিএস- সিক্স (BS-VI) পিজিএম-এফ আই (PGM-FI) ইঞ্জিন, যা হোন্ডার উন্নত স্মার্ট পাওয়ার প্রযুক্তি সমৃদ্ধ। এতে রয়েছে বিভিন্ন ফার্স্ট ইন সেগমেন্টের উন্নত প্রযুক্তি, প্রিমিয়াম স্টাইল, বাড়তি আরামসহ নানা সুবিধা। নতুন ওবিডি-২ কমপ্লায়েন্ট SP-125 গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে এবং পারফরম্যান্স, স্বাচ্ছন্দ্য, স্থায়িত্ব, উন্নত জ্বালানী দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আমার বিশ্বাস।”

প্রিমিয়াম এলিগ্যান্ট স্টাইল
স্পোর্টি সাইড শ্রাউড এবং নিউ এজ গ্রাফিক্সসহ ডায়নামিক ট্যাংক ডিজাইন নতুন SP-125 মোটরসাইকেলে এনে দিয়েছে প্রিমিয়াম স্টাইলিশ লুক। আধুনিক হেডল্যাম্প ডিজাইন এবং 5 স্পোক স্প্লিট অ্যালয় হুইলস নতুন SP-125-এ স্পোর্টি বৈশিষ্ট্য যোগ করেছে। উন্নত গ্রিপ ও স্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি পেছন থেকে সৌন্দর্য বৃদ্ধি করতে পেছনে আছে প্রশস্ত চাকা। ব্রড গ্র্যাব রেইল ও পৃথকভাবে ডিজাইনকৃত টেল ল্যাম্প একটি সাহসী ও দৃঢ় ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। এছাড়া, ক্রোম ফিনিশ মাফলার কভার এতে বাড়তি প্রিমিয়াম লুক যোগ করেছে।

ফিউশন অব টেকনোলজি অ্যান্ড পারফর্ম্যান্স
যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রতিটি SP-125 উন্নত প্রযুক্তি দ্বারা ডিজাইন ও নির্মাণ করা হয়েছে। গ্রাহকের চাহিদা পূরণে এই মোটরসাইকেলে রয়েছে সর্বাধুনিক সকল প্রযুক্তি। নতুন SP-125 -এ রয়েছে ১২৫সিসি ব্যারেলের হোন্ডা’র উন্নত পিজিএম-এফআই ইঞ্জিন, যা উন্নত স্মার্ট পাওয়ার (ইএসপি) উৎপাদনে সক্ষম। গ্রাহককে একটি মসৃণ পরিবেশবান্ধব ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে হোন্ডা’র ইএসপি প্রযুক্তি ইঞ্জিনের ফ্রিকশন কমিয়ে কার্যকারীতা বৃদ্ধি করে এবং উন্নত এসিজি মোটর শব্দহীন-স্টার্ট নিশ্চিত করে।

SP-125 মোটরসাইকেলটি প্রতি লিটারে ৬৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ সুবিধা। এতে রয়েছে ডিজিটাল মিটার, যা চলমান অবস্থায় রাইডারকে ইকো ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর, ট্রিপ, ক্লক, অন-বোর্ড ডায়াগনস্টিক লাইট ইত্যাদি বিষয়ে অবগত করে। এক্সটার্নাল ফুয়েল পাম্প জ্বালানী ট্যাংকের বাইরে লাগানো থাকে, ফলে আরও সহজে এর রক্ষণাবেক্ষণ করা যায়।

এতে রয়েছে ইন্টিগ্রেটেড ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ এবং এক সুইচেই ইন্টিগ্রেটেড এইচ/এল বিম পাসিং সিগন্যাল কন্ট্রোল সুবিধা। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ যুক্ত করা হয়েছে। কার্যকরী ও স্থিতিশীল ব্রেকিং প্রদানে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) দেওয়া হয়েছে, যার মাধ্যমে শুধুমাত্র ফুট প্যাডেল চেপেই উভয় ব্রেক সক্রিয় করা সম্ভব।

অ্যাডভান্স কমফোর্ট অ্যান্ড কনভেনিয়েন্স
কাঁচা/ভাঙ্গা রাস্তায় ও রাতের বেলায় রাইডিংকে নিরাপদ করে তুলতে SP-125 -এ রয়েছে এলইডি ডিসি হেডল্যাম্প। এছাড়াও, ৫ স্পিড ট্রান্সমিশন ও ৫ স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন রাইডারকে উচ্চ-গতিতেও সুরক্ষিত ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। এই সাসপেনশনটি রাস্তার অবস্থার উপর নির্ভর করে উঁচুনিচু করা যায়। সীট ও ট্যাংকের ইন্টিগ্রেশন রাইডারকে ব্রেক করার সময় ট্যাংকের আঘাত থেকে সুরক্ষিত রাখে। রাইডার ও পিলিয়নের জন্য নিরাপদ ভ্রমণ নিশ্চিতে রয়েছে ৬৭৮ মিলিমিটারের লম্বা ও আরামদায়ক সিট। এছাড়াও, ১৬০ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্সসহ যেকোন রাস্তায় স্বচ্ছন্দ ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে এতে আছে ১,২৬৬ মিলিমিটারের হুইলবেস।

নতুন SP-125 -এ রয়েছে সিল চেইন, এবং এতে ব্যবহৃত ভিসকাস এয়ার ফিল্টার ও মেইনটেনেন্স ফ্রি (এমএফ) ব্যাটারী বারবার রক্ষণাবেক্ষণ থেকে রাইডারকে রক্ষা করে।

আকর্ষণীয় মূল্য ১৬৩,০০০ টাকায় দেশব্যাপী সমস্ত হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে SP-125 পাওয়া যাচ্ছে ৪টি ভিন্ন ভিন্ন (পার্ল সাইরেন ব্লু, ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক) রঙে।

Related News

Yamaha's two New Bikes in the Country's MarketYamaha is always at the top to bring new bikes with modern features for its customers. In continuation of this, Yamaha brought the premium sports segment scooter Aerox 155 cc to the Bangladesh market. The market price of this scooter is Tk.5,30,000. The scooter has advanced technologies like Traction Control, ABS, VVA and Y Connect. At the same time, Yamaha management announcedBangla....English
Bajaj Pulsar N250 Motorcycle Launched in BangladeshUttara Motors, the manufacturer and distributor of Bajaj motorcycles in Bangladesh, launched the first 250 cc motorcycle in the country. Bajaj Pulsar N250 comes with a price tag of Tk 339,999/ and is available in three different colours. The motorcycle with a 250 cc oil-cooled engine has got dual channel antilock braking system (ABS).Indian High Commissioner to Bangladesh Pranay Verma was theBangla....English
Locally Manufactured 375cc Motorcycles Allowed on Local roadsThe development put an end to months-long speculation and confusion that started to escalate two years back when the Ministry of Industries started to award approvals for factories to locally manufacture up to 500cc motorcycles. The Government has decided to permit up to 375cc motorcycles on the local roads if they are manufactured locally, according to meeting minutes by the Ministry ofBangla....English
Any modifications to the Bike are illegal and prohibitedAfter buying a bike, many of us think about modifying it to make it more attractive. Again we modify many times. Minor changes may be made for maintenance or repair purposes, but major changes are not legal. Today we will know about the modifications that are illegal and prohibited on a bike.1. After buying a bike, many of us change its color,Bangla....English
New Bike of TVS Apache series is coming to Shake the Road!Recently, some teasers have been released from the Facebook page of TVS Bangladesh. At the end of the teaser is the Apache series logo; Which proves that the upcoming model will be one of TVS's premium segment Apache series. It is expected to be one of the bikes with Apache series fuel injection engine. The teaser released by TVS Bangladesh page furtherBangla....English