রাজশাহীতে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। রোববার দুপুরে নগরীর ভদ্রা মোড় এলাকায় ফিতা ও কেক কেটে ইফাদ মটরস্ লিমিটেডের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অফিসিয়াল শোরুম উদ্বোধন করা হয়।
১৯০১ সালে ইংল্যান্ডে যাত্রা শুরু করে
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। বর্তমানে নতুন উদ্যমে স্বপ্নের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল হাতের নাগালে পাচ্ছে বাংলাদেশিরাও। তবে এবার রাজশাহীতেই এই মোটরসাইকেল পাওয়া যাবে বলে খুশি বাইক প্রেমীরা। আর এ মোটরসাইকেলের যেকোন ত্রুটি দূর করতে নতুন শোরুমে কাস্টমারদের জন্য রয়েছে উন্নত মানের প্রযুক্তিগত সার্ভিসিং সেন্টার। যার মাধ্যমে বছর জুড়ে সস্তিতে থাকবেন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ব্যবহারকারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ইফাদ মটরস্ লিমিটেড ও রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের হেড অব বিজনেজ মুঈদুর রহমান তানভীর, হেড অব সার্ভিসের রাসেল কবির, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের রাজশাহীর চ্যানেল পার্টনার জামাল হোসেন, এরিয়া সেলস্ ম্যানেজার আসিফ আলিফসহ বাইক প্রেমীরা।
উদ্বোধন শেষে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ঠিকানা
ম্যাজিস্টিক মটরসউপর ভদ্রা, কাজলা, রাজশাহী।
ফোনঃ ০১৭৪০৯৮৯৮০৪।