SEARCH

মোটরসাইকেলের তেল খরচ বাঁচাতে দরকারী টিপস


মোটরসাইকেলের তেল খরচ বাঁচাতে দরকারী টিপস

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মোটরসাইকেলের চালকদের তেল কিনতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে কিছু বিষয় মেনে চললে কম তেল খরচ করে মোটরসাইকেল চালানো যায়। ফলে খরচ কমবে।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জেনুইন স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিসের পরিচালন প্রধান মো. সাইফুল ইসলাম জানান, অনেকেই জানেন না কীভাবে মোটরসাইকেলের জ্বালানি খরচ কমানো যায়। একটু সচেতন হলেই মোটরসাইকেলে জ্বালানি খরচ কমানো সম্ভব। নিচের বিষয়গুলো মেনে চললে মোটরসাইকেলে জ্বালানি সাশ্রয় করা যাবে।

চাকার হাওয়া
হাওয়ার কারণে চাকার ওজন কম বা বেশি হয়। চাকার আকার পরিবর্তন হওয়ায় মোটরসাইকেলের ক্ষমতা কমে যায়। ফলে মোটরসাইকেল চালানোর সময় তেল খরচ বেশি হয়। এ জন্য মোটরসাইকেলের চাকার হাওয়া নিয়মিত পরীক্ষা করা উচিত।

অতিরিক্ত ওজন
মোটরসাইকেলে বেশি ওজনের যাত্রী উঠলে বা মালামাল পরিবহন করলে বেশি তেল খরচ হয়। ফলে অতিরিক্ত ওজনের কোনো কিছুই মোটরসাইকেলে বহন করা উচিত নয়।

ভাঙা রাস্তা
মোটরসাইকেলের তেলের খরচ কমানোর জন্য ভাঙা রাস্তা এড়িয়ে চলা উচিত। বারবার মোটরসাইকেলের গতি কমানো ও বাড়ানোর ফলে তেল খরচ বেশি হয়।

ঘন ঘন ব্রেক
স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালালে যে পরিমাণ তেল খরচ হয়, ঘন ঘন ব্রেক করলে তেল খরচের পরিমাণ অনেক বেশি হয়। তাই মোটরসাইকেলের জ্বালানি তেলের খরচ কমাতে ঘন ঘন ব্রেক করা থেকে বিরত থাকতে হবে।

গতি ঠিক রাখা
নির্দিষ্ট গতিতে মোটরসাইকেল চালানে তেলের খরচ কম হয়। অনেকেই অতিরিক্ত গতিতে বা কম গতিতে মোটরসাইকেল চালান। কম বা বেশি গতিতে মোটরসাইকেল চালালে তেল বেশি খরচ হয়।

এয়ার ফিল্টার পরিষ্কার করা
মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ এয়ার ফিল্টার। রাস্তায় চলতে গিয়ে ধুলোবালির কারণে অনেক সময় এয়ার ফিল্টার বন্ধ হয়ে যায়। এয়ার ফিল্টারে ময়লা থাকলে ইঞ্জিনে প্রয়োজনের তুলনায় কম বাতাস প্রবেশ করে, ফলে তেল পোড়ার সময় ইঞ্জিনে কম অক্সিজেন যাওয়ায় বেশি তেল খরচ হয়।

চেন পরীক্ষা করা
মোটরসাইকেলের জ্বালানি খরচ কমানোর জন্য নিয়মিত চেন পরীক্ষা করা উচিত। মোটরসাইকেলের চেইন অতিরিক্ত ঢিলে বা টানটান থাকলে জ্বালানি খরচ বেড়ে যায়। তাই সঠিক মাপে মোটরসাইকেলের চেন ব্যবহার করা উচিত।

কার্বুরেটর পরীক্ষা
কার্বুরেটরের মাধ্যমেই ইঞ্জিনে তেল প্রবেশ করে। আর তাই কার্বুরেটরে ময়লা জমলে ইঞ্জিনেও ময়লা প্রবেশ করে সঠিকভাবে তেল পুরতে বাধা দেয়। আবার কার্বুরেটর সঠিকভাবে টিউনিং করা না থাকলে ইঞ্জিনে তেল বেশি প্রবেশ করে পড়ে যায়। ফলে তেলের খরচ বেশি হয়।

More Tips

প্রয়োজন , ব্যক্তিত্ব ও আর্থিক সামর্থ্য অনুযায়ী আপনার জন্য  কোন বাইক সেরা?আমরা যখনি একটি মোটরসাইকেল কেনার কথা চিন্তা করি তখনি সিদ্ধান্ত নিতে অনেক সমস্যায় পড়তে হয়।নানা রকম চিন্তা ভাবনা মাথায় আসে।যেমন, কোন বাইকটি আমার জন্য ভালো, কোন বাইকটি কিনলে লাভবান হওয়া যাবে, কোন বাইকের মেইনটেনেন্স কম হবে ইত্যাদি। একটি বাইক কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখলে আমাদের আর এতো চিন্তাভাবনা করতে....EnglishBangla
মোটরসাইকেলের ড্রাম টাইপ ব্রেকের সমন্বয় পদ্ধতিআপনার যান্ত্রিক বাহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেক। চলার পথে এটিই আপনার জীবন রক্ষায় বড় ভূমিকা রাখে। তাই ব্রেকের যত্ন নেওয়া নিয়মিত কাজের একটি। এখানে মোটরসাইকেলের ব্রেকের দেখভালে দেওয়া হলো বিশেষজ্ঞের টিপস। ড্রাম টাইপ সামনের ব্রেকের সমন্বয়ঃ১) সামনের ব্রেক লিভারে চাপ প্রয়োগ করে দেখুন, ঠিক কোন অবস্থায় আপনার মোটরসাইকেলে ব্রেক কার্যকর....EnglishBangla
মোটরসাইকেল চালানোর সময় যেসব ভুলে শরীর ব্যথা হয়মোটরসাইকেল যারা নিয়মিত চালান অর্থাৎ বাইক রাইডাররা প্রতিনিয়তই একটি গুরুতর সমস্যায় ভোগেন। আর তা হলো শরীর ব্যথা। বিশেষ করে হাত, ঘাড়, পিঠ কিংবা কোমরে প্রচণ্ড ব্যথায় ভোগেন অনেকেই। কেউ বিষয়টিকে পাত্তা দেন না, আবার কেউ মুঠো মুঠো ব্যথার ওষুধ খেয়ে শরীরের ব্যথা দমিয়ে রাখেন। যা কিডনিতেও প্রভাব ফেলতে পারে।তবে জানেন....EnglishBangla
মাইলেজ কি? মোটরসাইকেল মাইলেজ কমার কারণ ও বৃদ্ধির উপায়আপনি যখন কোন  মোটরসাইকেল কিনতে যাচ্ছেন তখন মোটরসাইকেলটির  মাইলেজ নিয়ে ভাবা জরুরি। কেননা খারাপ মাইলেজের একটি বাইক আপনার ঘরে রাক্ষস হয়ে আসতে পারে। মাইলেজের উপর ডিপেন্ড করেই বাইক কেনার ডিসিশন নেওয়া অনেক গুরুত্তপূর্ণ। একটি বাইকের মাইলেজ বেশী হলে বাইকটির রানিং খরচ অনেক কম হয়।আর এই মাইলেজ কম বা বেশি এর....EnglishBangla